অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা। ২০১২ সালের জুন মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় গ্রন্থটি অনূদিত হয়েছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
ক) শেখ হাসিনা
|
গ) সজীব ওয়াজেদ জয়
|
খ) শেখ রেহানা
|
ঘ) সায়মা ওয়াজেদ পুতুল
|
উত্তরঃ শেখ হাসিনা
Source: অসমাপ্ত আত্নজীবনী বই
Leave a comment
You must login or register to add a new comment.