মাই-প্রশ্ন তে চালু করা হয়েছে সম্মানী ব্যবস্থা
এখন থেকে প্রতিমাসে মাইপ্রশ্নের ৩জন মিস্টার প্রশ্ন গুরুদের জন্য মাই-প্রশ্নের পক্ষ থেকে থাকবে কিছু সম্মানী
বিস্তারিত এবং নিয়ম নীতিমালাঃ
১। প্রতিমাসে মাইপ্রশ্নের ৩জন সেরা সদস্য ( মিস্টার প্রশ্ন গুরু ) দের সম্মানী দেওয়া হবে
২। এই ব্যবস্থাটি মাইপ্রশ্নে সবসময় চালু থাকবে তবে প্রশাসন বোর্ড চাইলে যেকোনো সময় বন্ধ/চালু করতে পারবে
৩। মাইপ্রশ্নের যেকোনো সদস্য এই সম্মানী পাবে
৪। প্রতি মাসের মিস্টার প্রশ্ন গুরু তালিকার শীর্ষ ৩ জন সদস্যকে সম্মানীর জন্য নির্বাচিত করা হবে। তবে প্রশ্নোত্তরের মান ভালো না হলে শীর্ষস্থানীয় কোনো সদস্য সম্মানী নাও পেতে পারেন। তাই প্রশ্নোত্তরের মান অবশ্যই ভালো হতে হবে।
৫। শীর্ষস্থানীয় মিস্টার প্রশ্ন গুরুদের মাসিক পয়েন্ট অবশ্যই ৫০০+ পয়েন্ট হতে হবে ।
৬। কপিরাইট যুক্ত ও আজে বাজে প্রশ্ন এবং উত্তর করা থেকে বিরত থাকা বাধ্যতামুলক ।
৭। বিশেষ কিছু বিভাগের প্রশ্নোত্তরকে বেশি গুরুত্ব দেওয়া হবে। যেমনঃ যৌন (অভিজ্ঞ না হলে এই বিভাগে প্রশ্নোত্তর করা থেকে
বিরত থাকুন) , বিজ্ঞান ও প্রকৌশল, ধর্ম ও আধাত্মিক বিশ্বাস, ইন্টারনেট, আউটসোর্সিং, প্রেম ভালোবাসা ইত্যাদি ।
৮। সম্মানী আপনাকে বিকাশ , রকেট বা মোবাইল রিচার্জ এর মাধ্যমে দেওয়া হবে।
প্রতিমাসের ১০ তারিখের মধ্যে নির্বাচিতের নাম নোটিশবোর্ডে ঘোষণা করা হবে।
প্রতিমাসে সম্মানী হিসেবে থাকছে
১ম স্থান অর্জনকারীঃ ১০০ টাকা
২য় স্থান অর্জনকারীঃ ৫০ টাকা
৩য় স্থান অর্জনকারীঃ ৫০ টাকা
মাই-প্রশ্নের প্রতি আপনাদের ভালোবাসা থেকে এই সম্মানী দেওয়া হচ্ছে এটাকে কাজ করে টাকা পাচ্ছেন এমন না ভাবায় ভালো!
মাই-প্রশ্নের সাথেই থাকুন ধন্যবাদ 💖
প্রতিমাসে ৫০০+ পয়েন্ট কিভাবে অর্জন করব?
প্রতিমাসে ৫০০+ পয়েন্ট অর্জন করার জন্য বেশি বেশি করে প্রশ্ন উত্তর করুন
প্রতি উত্তরের জন্য ২ পয়েন্ট পাবেন এবং উত্তর মানসমস্ত হলে ৪ পয়েন্ট পাবেন
বিস্তারিতঃ myproshno.xyz/badges
ভালো উদ্যোগ এখন থেকে সবাই সাইটে বেশি সময় দিবে
Thank you 😊
Stay With us
অস্তির ব্যবস্তা করেছেন ভাই
খুব ভালো
<3
খুব ভালো হয়েছে এই উদ্যোগটা নিয়ে।আমি সাধুবাদ জানাই।
ধন্যবাদ বন্ধু