আসসালামু আলাইকুম । সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন । আজকের পোষ্টটি হলো জাভা ইউজারদের জন্য। আমি ফেইজবুক গ্রুপে দেখলাম অনেকে এখনও Eselfcare এ সাইন আপ করতে পারেন নাই তাই তাদের জন্যই আজকের এই পোষ্ট। এই পোষ্টটি যদি আপনি একটু ধৈর্য ও মনোযোগ দিয়ে পড়েন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি সাইন আপ করতে সক্ষম হবেন। তো চলুন শুরু করি।
1. প্রথমে এখানে যান তারপর Sign Up এ ক্লিক করুন।
2. তারপর Name এ আপনার নাম দিন।
3. তারপর Email এ আপনার জিমেইল ঠিকানা দিন আর যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে [email protected] এইরকম একটা বানিয়ে দিন। কোন সমস্যা হবে না।
4. তারপর Phone Number এ আপনার বাংলালিংক ফোন নাম্বারটি দিন।
5. এবার Password দিতে হবে। এখানে অনেক সঠিক পাসওয়ার্ড দিতে পারে না যার ফলে অ্যাকাউন্ট খুলতে পারে না । আপনার পাসওয়ার্ডটিতে প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষর হতে হবে তারপর কিছু ছোট হাতের অক্ষর তারপর একটি সাংকেতিক চিহ্ন তারপর একটা সংখ্যা। কিছু না বুঝলে Mobile-1 এই পাসওয়ার্ডটি দিতে পারেন কোন সমস্যা হবে না।
6. এবার নিচের বক্সে উপরে যে পাসওয়ার্ডটি দিলেন সেটা আবার দিন। 7. এবার ডান পাশের সাইন আপ এ ক্লিক করুন। এবার একটি নতুন পেজ আসবে এবং কিছুক্ষনের মধ্যে আপনার বাংলালিংক নাম্বারে একটি কোড আসবে সেই কোড সেই পেজের ফাঁকা বক্সে বসিয়ে দিন এবং সাবমিট এ ক্লিক করুন।
Congratulation ! আপনি অ্যাকাউন্ট করতে পেরেছেন। এবার কিছুক্ষন অপেক্ষা করুন আপনি 500 MB পেয়ে যাবেন। আর প্রতিদিন লগিন করলে 25 MB পাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি । আর যাওয়ার আগে একটি কথা আপনারা Myproshno.xyz সাইটে নিয়মিত ভিজিট করুন যে কোন সমস্যার সমাধান পেতে। আর অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পোষ্টে সাথে থাকার জন্য।
#জাভা মোবাইল
#Eselfcare
#500 MB ফ্রি
#25 MB ফ্রি
কাজের পোস্ট 🙂
Thanks
এই পোস্ট জাভা মোবাইল ব্যবহারকারিদের অনেক উপকারে আসবে
😍😍😍😋😋😋