অনলাইন প্রশ্ন উত্তর প্রতিযোগিতা
সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন ও উত্তর দিয়ে নিজের জ্ঞান বাড়িয়ে নিন এবং সাথে থাকছে অল্প পুরস্কার । My Proshno কর্তিক আয়োজিত অনলাইন প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবচেয়ে বেশি প্রশ্ন ও উত্তর দিয়ে আপনি হয়ে যেতে পারেন এ মাসের সেরা এক্সপার্ট সাথে অল্প পরিমাণ পুরস্কার তো আপনার জন্য থাকছেই । তো চলুন দেখে নিই প্রতিযোগিতার নিয়মাবলী কুইজ এ কিভাবে অংশগ্রহণ করব ? কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই My Proshno ওয়েবসাইটে একটি একাউন্ট থাকতে হবে । যাদের অ্যাকাউন্ট নেই তারা ওয়েবসাইটে ঢুকে প্রথমে একটি একাউন্ট করে নিন অথবা একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন https://myproshno.xyz/sign-up/ বিজয়ী নির্বাচন করা হবে কিভাবে ? বিজয়ী নির্বাচন করা হবে পয়েন্টের উপর । পয়েন্ট কিভাবে অর্জন করব? পয়েন্ট অর্জন করার জন্য আপনাকে প্রশ্ন ও উত্তর দিতে হবে , যে যত বেশি প্রশ্ন ও উত্তর দিবে সে তত বেশি পয়েন্ট অর্জন করতে পারবে । প্রশ্ন ও উত্তর কিভাবে দিব ? প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রথমে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগইন করে আপনি ইচ্ছামত প্রশ্ন ও উত্তর দিতে পারবেন । প্রশ্ন-উত্তর ছাড়া অন্য কোনভাবে কি পয়েন্ট অর্জন করা সম্ভব ? হ্যাঁ , সম্ভব ।আপনি রেফার করে পয়েন্ট অর্জন করতে পারবেন । রেফার কিভাবে করব ? রেফার করার জন্য আপনাকে আপনার একাউন্টে লগইন করে আপনার প্রোফাইল এ যাবেন । সেখানে referrals এ ক্লিক করে আপনার রেফার লিংক সংগ্রহ করে আর বন্ধুদের মাঝে শেয়ার করে রেফার করতে পারবেন । যদি পয়েন্ট সমান হয় তাহলে কিভাবে বিজয়ী নির্বাচন করা হবে ? যদি পয়েন্ট সমান হয় তাহলে যে এ পোস্টটি শেয়ার করবে এবং কমেন্টে ফ্রেন্ডদের ম্যানশন করবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে । প্রতিযোগিতার সময়সীমা প্রতিযোগিতা শুরু হবে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এবং চলবে সে মাসের 15 তারিখ পর্যন্ত বিজয়ী ঘোষনা করা হবে 20 তারিখ । তবে আপনি আজও রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেফার করতে পারেন। 🏆পুরস্কারসমূহ🏆 বিজয়ী হবে সর্বমোট 3 জন । প্রথম পুরস্কার : ১৫০ টাকা দ্বিতীয় পুরস্কার : ১০০ টাকা তৃতীয় পুরস্কার : ৫০ টাকা
দেখে নিন প্রতিযোগিতায় অংশ গ্রহনের নিয়ম কানুন!
প্রশ্ন করার ক্ষেত্রে যেই নিয়মাবলি অবশ্যই মানতে হবেঃ ১. পূর্বে করা হয়েছে এমন প্রশ্ন করা যাবেনা । ২. অবশ্যই প্রশ্ন হতে হবে ইউনিক। যা আগে সাইটে ছিল না । ৩. একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার করা যাবে না। যেমনঃ “দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল?” এই প্রশ্নকে ঘুরিয়ে “কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল?“ ৩. প্রশ্নের বানান স্পষ্ট করে সুন্দরমতো সাজিয়ে-গুছিয়ে প্রশ্নটি করুন। যাতে করে এই সাইটে খুজতে আসা অন্যান্য সদস্যগণের নিকট আপনার প্রশ্নটি বোধগম্য হয়। ৪. সঠিক প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে হবে। ৫. প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করতে হবে। ৬. প্রশ্নের বিশেষ ক্যারেক্টর বা অক্ষর ( [email protected]#$%^&*()_+ )ব্যবহার করা যাবে না। তবে, প্রয়োজনে করা যেতে পারে। ৭. প্রশ্ন করার সময় অবশ্যই সঠিক বিভাবে প্রশ্নটি করতে হবে । ৮। অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন। উত্তর দেওয়ার ক্ষেত্রে যেই নিয়মাবলি অবশ্যই মানতে হবেঃ ১. উত্তর প্রদান করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এক্ষেত্রেও যদি বাক্যটি কোন মহামানবের কোটেশন হয় তবে তা গ্রহনযোগ্য এবং বাক্যটি ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। কতৃপক্ষ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন। ২. শর্ট উত্তর বা এক শব্দে উত্তর দেওয়া যাবে না। যেমনঃ “ ঢাকার পূর্বনাম কি?“ উত্তর দিলেন – “জাহাঙ্গীরনগর” । এভাবে হবে না। সঠিক উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে- “ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগর“ সাধারণ জ্ঞানের উত্তর গুলো এক বাক্যে উত্তর দিবেন। এবং প্রশ্নের ধরন অনুসারে অন্যান্য উত্তরগুলো কমপক্ষে ৪/৫ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ৩. উত্তর কপি করা থেকে বিরত থাকুন। কোন উত্তর কপি না করে তা থেকে আপনি যা শিখেছেন তা নিজের মত করে সুন্দর করে সাজিয়ে উত্তর দিতে দেওয়ার চেষ্টা করুন। ৪. উত্তর দেওয়ার সময় আপনার উত্তর এর তথ্যসূত্র দেওয়ার চেষ্টা করতে হবে। এতে করে আপনার উত্তরের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। ৫. লেখায় সঠিক বিরাম চিহ্ন এর ব্যবহার করতে হবে। ৬. কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিতে হবে। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকতে হবে। ৭. আপনার যে বিষয়ে অভিজ্ঞতা নেই সে বিষয়ে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। অন্যান্য নিয়মঃ ১. প্রশ্ন করলে ১ পয়েন্ট যোগ (+) হবে। এবং উত্তর দিলে ৩ পয়েন্ট যোগ (+) হবে। ২. কমপিটিশনে বিজয়ি হতে হলে মিনিমাম ৫০০ পয়েন্ট থাকতে হবে। ৩. উপরে দেওয়া প্রশ্ন – উত্তর এর নিয়ম অমান্য করলে কম্পিটিশন থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে । ৪. ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো প্রশ্নোত্তর করার থেকে বিতর থাকতে হবে। যেকোনো প্রয়োজনে আমাদের পেইজে যোগাযোগ করতে পারেনঃ পেইজ : https://facebook.com/myproshno পেইজের মেসেঞ্জার : https://m.me/myproshno
🙌বিনা কাজে প্রতি মাসে অনলাইন থেকে আয় করুন ৫ হাজার টাকা👉👉