আল্লাহ তায়ালার ৯৯টি সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তায়ালার ৫টি গুণবাচক নাম অর্থসহ নিচে লেখা হলোঃ
১* আল্লাহু খালিকঃ খালিক অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা। সুতরাং আমরা আল্লাহর এ নাম দারা বুঝতে পারি যে, এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ্।
২* আল্লাহু মালিকঃ আল্লাহ্ তায়ালা সকল কিছুর মালিক। মালিক অর্থ অধিকারী। তিনি আসমান-জমিন, চন্দ্র-সুর্য,গ্রহ-নক্ষত্র,পাহাড়-পর্বত, গাছপালা, নদী-সাগর সবকিছুর অধিপতি। পশু-পাখি,কীটপতঙ্গের মালিকও তিনিই। আল্লাহ তায়ালা মানুষেরও মালিক। আমাদের জীবন-মৃত্যু তাঁরই নিয়ন্ত্রণে। এক কথায় বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুরই মালিক হলেন মহান আল্লাহ্।
৩* আল্লাহু করিমঃ করিম আরবি শব্দ। এর অর্থ দয়াময়, মহানুভাব, উদার ইত্যাদি। আল্লাহ্ তায়ালা অতীব মহান, করুণাময়। উদারতা, দয়া, মায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলি পরিপূর্ণভাবে তাঁর সত্তায় বিদ্যমান রয়েছে। আল্লাহ্ আসীম তাই তাঁর মায়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদি সীমাহীন।
৪* আল্লাহু আলিমঃ আলিম আরবি শব্দ। এর অর্থ সর্বজ্ঞ। অর্থাৎ যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ্ তায়ালা সকল জ্ঞানের আধার, তাঁর জ্ঞান অসীম। তাঁর জ্ঞানের পরিমাপ করা যায় না। তিনি আসমান-জমিনের সবকিছুর খবর জানেন।
৫* আল্লাহু হাকিমঃ হাকিম আরবি শব্দ। এর অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ কর্মদক্ষ। মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ্ তায়ালা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ ও হিকমতের মালিক। এই মহাবিশ্ব তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন, তেমন মহা প্রজ্ঞা, সুনিপুণ ও সুদক্ষ কৌশলের সাথে আবহমানকাল থেকে পরিচালনা করেছেন।
আল্লাহ
আর রাহমান
আর-রাহীম
আল-মালিক
আল-কুদ্দুস
আল্লাহ পাকের ৫টি গুণবাচক নাম অর্থসহ লেখ:
আল্লাহ তায়ালার ৯৯টি সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তায়ালার ৫টি গুণবাচক নাম অর্থসহ নিচে লেখা হলোঃ
১* আল্লাহু খালিকঃ খালিক অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা। সুতরাং আমরা আল্লাহর এ নাম দারা বুঝতে পারি যে, এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ্।
২* আল্লাহু মালিকঃ আল্লাহ্ তায়ালা সকল কিছুর মালিক। মালিক অর্থ অধিকারী। তিনি আসমান-জমিন, চন্দ্র-সুর্য,গ্রহ-নক্ষত্র,পাহাড়-পর্বত, গাছপালা, নদী-সাগর সবকিছুর অধিপতি। পশু-পাখি,কীটপতঙ্গের মালিকও তিনিই। আল্লাহ তায়ালা মানুষেরও মালিক। আমাদের জীবন-মৃত্যু তাঁরই নিয়ন্ত্রণে। এক কথায় বিশ্বজগতে যা কিছু আছে সবকিছুরই মালিক হলেন মহান আল্লাহ্।
৩* আল্লাহু করিমঃ করিম আরবি শব্দ। এর অর্থ দয়াময়, মহানুভাব, উদার ইত্যাদি। আল্লাহ্ তায়ালা অতীব মহান, করুণাময়। উদারতা, দয়া, মায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলি পরিপূর্ণভাবে তাঁর সত্তায় বিদ্যমান রয়েছে। আল্লাহ্ আসীম তাই তাঁর মায়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদি সীমাহীন।
৪* আল্লাহু আলিমঃ আলিম আরবি শব্দ। এর অর্থ সর্বজ্ঞ। অর্থাৎ যিনি সবকিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ্ তায়ালা সকল জ্ঞানের আধার, তাঁর জ্ঞান অসীম। তাঁর জ্ঞানের পরিমাপ করা যায় না। তিনি আসমান-জমিনের সবকিছুর খবর জানেন।
৫* আল্লাহু হাকিমঃ হাকিম আরবি শব্দ। এর অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী, সুবিজ্ঞ, সুনিপুণ কর্মদক্ষ। মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ্ তায়ালা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ ও হিকমতের মালিক। এই মহাবিশ্ব তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন, তেমন মহা প্রজ্ঞা, সুনিপুণ ও সুদক্ষ কৌশলের সাথে আবহমানকাল থেকে পরিচালনা করেছেন।