ইমরান নামের অর্থ কি?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
ইমরান শব্দটি আরবি ভাষার ইমরান (عمران , IMRAN) শব্দ থেকে এসেছে। আরবি অভিধান অনুযায়ী ‘ইমরান’ একটি উজমা অর্থাৎ অনারবি শব্দ।তাই এ ধরনের কোন শব্দের প্রকৃত অর্থ পাওয়া যায়না।যেমন ইব্রাহিম,লোকমান,দাঊদ ইত্যাদি সব অনারবি শব্দ।
মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনের তৃতীয় অধ্যায় (সুরা)-এর নাম আল ইমরান। এই অধ্যায়ে ইমরানের পরিবারের বর্ণনা আছে। এখানে ইমরানকে কুমারী মেরির (যিশুর মাতা) পিতা হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাইবেল অনুযায়ী মেরির পিতা জোয়াকিম ( Joachim)। এই অধ্যায়ে ইমরানকে আল্লাহর অন্যতম প্রিয় পাত্র বলা হয়েছে।
ধন্যবাদ দুর্জয়!
welcome bro🤩🤩🥰