উদ্দীপকের লাবিৰ একটি লৌহ দন্ত নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ করল। কিছুক্ষন পর সে দেখল দস্তাটার অপর প্রাপ্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
তাপ সঞ্চালন পদ্ধতি তিনটি । তাপ পরিবহন, পরিচলন , বিকিরণ ।
তারমধ্যে উদ্দীপকের বস্তুটিতে তাপ পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে ।
কঠিন বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে তাপ পরিবহন বলে ।
উদ্দীপকের লাবিব এর বস্তুটিকে লাবিব মোমবাতি দিয়ে এক প্রান্তে তাপ দিয়েছিল এবং অপর প্রান্তে এটা আস্তে আস্তে সঞ্চারিত হয়েছিল । তাই বলা যায় এটি তাপ সঞ্চালন এর তাপ পরিবহন প্রক্রিয়া ।
উদ্দীপকের লাবিৰ একটি লৌহ দন্ত নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ করল। কিছুক্ষন পর সে দেখল দস্তাটার অপর প্রাপ্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
তাপ সঞ্চালন পদ্ধতি তিনটি । তাপ পরিবহন, পরিচলন , বিকিরণ ।
তারমধ্যে উদ্দীপকের বস্তুটিতে তাপ পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে ।
কঠিন বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে তাপ পরিবহন বলে ।
উদ্দীপকের লাবিব এর বস্তুটিকে লাবিব মোমবাতি দিয়ে এক প্রান্তে তাপ দিয়েছিল এবং অপর প্রান্তে এটা আস্তে আস্তে সঞ্চারিত হয়েছিল । তাই বলা যায় এটি তাপ সঞ্চালন এর তাপ পরিবহন প্রক্রিয়া ।