একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যােগাযােগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযােগিতা পেতে পারেন? বিষয়টির একটি শিরােনাম দিয়ে (২৫০ শব্দের মধ্যে) একটি প্রবন্ধ লিখ।
প্রবন্ধে যা যা থাকবে:
- ভূমিকা;
- সেবাসমূহের তালিকা;
- ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব
- উপসংহার;
ভূমিকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে যোগাযোগের মাধ্যমে তথ্যের আদানপ্রদান কে বুঝায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আজকাল অসম্ভব কে সম্ভব করা যায়।
সেবাসমূহের তালিকা :এই যোগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগ।এ যুগে যেখানে ড়াক্তার দেখানো অনেক কঠিন সেখানে ড়াক্তার দেখানো সম্ভব হচ্ছে।এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করা যায় ও তথ্য আদান প্রদান করা যায়। অনলাইনে পরীক্ষা দেওয়া যায়,অনলাইনে পরীক্ষার ফর্ম পূরণ করা যায়। অনলাইনে টাকা পাঠানো যাচ্ছে