একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলাে করা।
i. গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
ii. কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
iii. গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর।
তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।
i) প্রথম ক্ষেত্রে পাথরটির কোনো পরিবর্তন মনে হবে না । কারণ আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদতলে লম্বভাবে আপতিত হলে তা সোজাসুজি পতিসরিত হয় অর্থাৎ আলোর কোনো পরিবর্তন হয় না। তাই তাই গ্রাসের উপর থেকে সরাসরি দেখলে কোন পরিবর্তন মনে হবে না।
ii) ২য় ক্ষেত্রে পাধরটিকে তার অবস্থান থেকে সামান্য উপরে দেখাবে । কারণ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমণ করলে অভিলম্ব থেকে সামান্য দুরে সরে যায়। যেহেতু পানি একটি ঘন মাধ্যম এবং বাসাত একটি হালকা মাধ্যম তাই পারথটিকে আগের জায়গায় না দেখে সামান্য উপরে দেখাবে।
iii) ৩য় ক্ষেত্রে পাথরটিকে ২য় ক্ষেত্রের থেকে সামান্য উপরে দেখাবে । পাথরটিকে পানির উচ্চতা থেকে সামন্য নিচ থেকে দেখার কারনে প্রথমে পানির প্রতিসরন ঘটবে । তারপর কাচের উপর আলোর প্রতিসরণ ঘটবে । ঘর কারণে পাথরটিকে আরেকটু উপরের দিকে দেখবে।