খােকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলােয়াড়। তার ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সেমি। সেরুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে।
শাকসবজি, ফলমল ও মাছ, মাংস খেতে পছন্দ করে না;
ক. স্ফুটনাংক কাকে বলে?
খ. কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর। |
গ. খােকনের বি এম আই নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলাে খােকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ কর।
( ক ) স্ফুটনাংক কাকে বলে?
উত্তরঃ স্ফুটনাংক হলো একটি তাপমাত্রা যাতে পৌঁছালে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। অতঃএব, যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের ‘স্ফুটনাংক’ বলা হয়। অর্থাৎ যে তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডল (1 atm) চাপের সমান হয় এবং তরলটি বুদবুদসহ ফুটতে থাকে,তাকে সেই তরল পদার্থের স্ফুটনাংক বলে।
তথ্যসূত্র : wikipedia
( খ ) প্রশ্নঃ কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর?
উত্তরঃ বেঁচে থাকার জন্য প্রতেক প্রানীর অক্সিজেন প্রয়োজন তাই যখন পানিতে বিভিন্ন কারনে অক্সিজেন এর সল্পতা দেখা যায় তখন মাছের জন্য অক্সিজেন প্রয়োজন এটি সব মাছের জন্য প্রোয়জ্য
(গ) প্রশ্নঃ খােকনের বি এম আই নির্ণয় কর?
সমাধানঃ
উদ্দীপকের তথ্য অনুযায়ী,
খোকনের উচ্চতা =১৭০ সেমি.
=১৭০÷১০০ মিটার
ওজন = ৬৮ কেজি
সুতরাং, খোকনের বি এম আই = দেহের ওজন (কেজি) / দেহের উচ্চতা (মিটার)^২
= ৬৮÷( ১.৭)^২
=৬৮÷২.৮৯
=২৩.৫৩
ঘ. উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলাে খােকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ কর
উত্তরঃ জানতে এখানে ক্লিক করুন