তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
Share
২/ উত্তর : আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলােঃ
বড়ই,
আনারস।উপরােক্ত ফসলগুলাের অর্থনৈতিক গুরুত্ব নিচে বর্ণনা করা হলােঃ
ফুলের অর্থনৈতিক গুরুত্বঃ
১। ফুল সহজে চাষপ্রক্রিয়া ও অভিযােজনযোগ্যতার কারণে এটি বহুল জনপ্রিয়তা রয়েছে।
২। ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ির স্টেজ সাজানাের কাজে ব্যবহৃত হয়। যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতার লাভবান হয়।
ফলের অর্থনৈতিক গুরুত্ব :
১। যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
২। ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ বিধায় এগুলাে কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করে।
শাকসবজি অর্থনৈতিক গুরুত্ব :
১। বিদ্যমান বাজারে শাকসবজি বিক্রয় করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই।
২। শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রাখা যায়।
মসলার অর্থনৈতিক গুরুত্ব :
১। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মসলা।
২। মসলার দাম ন্যায্য থাকায় সবার নাগালের মধ্যেই থাকে।