আমরা জানি অভিকর্ষজ ত্বরন g এর মান ভরের মত ধ্রব নয় অর্থাৎ g এর মান বা ওজন পরিবর্তনশীল। কোন বস্তুর উপর অভিকর্ষজ ত্বরন g হলো পৃথিবী তাকে কত বলে আকর্ষণ করছে। তবে পৃথিবীর এই আকর্ষণ নির্ভর করবে ঐ বস্তু ও পৃথিবীর ভরের উপর। তাই কোন বস্তু যদি নির্দিষ্ট থাকে তাহলে ওজন নির্ভর করবে শুধু পৃথিবীর ভরের উপর। যদি পৃথিবীর পরিবর্তে চাাঁদের কথা ধরা হয় তাহলে ওজন পরিবর্তন হবে। যেহেতু চাঁদের ভর পৃথিবীর ভরের এক ভাগের ৬ ভাগ সেহেতু কোনো বস্তুর ওজন ও চাাঁদে পৃথিবীতে ওজনের থেকে ৬ ভাগ কমে যাবে।
দেওয়া আছে, পৃথিবীতে আমার ভর – ৫০ কেজি
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মি. / সে²
চাঁদের অভিকর্ষজ ত্বরণ = ১.৬৩ মি. /সে²
আমরা জানি,
ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
পৃর্ধিবীতে আমার ওজন = আমার ভর × পৃর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ
= ৫০ × ৯.৮
= ৪৯০ নিউটন
চাদে আমার ওজন = আমার ভর × চাঁদের অভিকর্ষজ ত্বরণ
= ৫০১×১.৬৩
= ৮১.৫ নিউটন
যেহেতু চাঁদ অপেক্ষা পূর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ এর মান বেশি, তাই পৃথিবীর তুলনায় চাঁদে আমার ওজন কম হবে।
আমরা জানি অভিকর্ষজ ত্বরন g এর মান ভরের মত ধ্রব নয় অর্থাৎ g এর মান বা ওজন পরিবর্তনশীল। কোন বস্তুর উপর অভিকর্ষজ ত্বরন g হলো পৃথিবী তাকে কত বলে আকর্ষণ করছে। তবে পৃথিবীর এই আকর্ষণ নির্ভর করবে ঐ বস্তু ও পৃথিবীর ভরের উপর। তাই কোন বস্তু যদি নির্দিষ্ট থাকে তাহলে ওজন নির্ভর করবে শুধু পৃথিবীর ভরের উপর। যদি পৃথিবীর পরিবর্তে চাাঁদের কথা ধরা হয় তাহলে ওজন পরিবর্তন হবে। যেহেতু চাঁদের ভর পৃথিবীর ভরের এক ভাগের ৬ ভাগ সেহেতু কোনো বস্তুর ওজন ও চাাঁদে পৃথিবীতে ওজনের থেকে ৬ ভাগ কমে যাবে।
দেওয়া আছে, পৃথিবীতে আমার ভর – ৫০ কেজি
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মি. / সে²
চাঁদের অভিকর্ষজ ত্বরণ = ১.৬৩ মি. /সে²
আমরা জানি,
ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
পৃর্ধিবীতে আমার ওজন = আমার ভর × পৃর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ
= ৫০ × ৯.৮
= ৪৯০ নিউটন
চাদে আমার ওজন = আমার ভর × চাঁদের অভিকর্ষজ ত্বরণ
= ৫০১×১.৬৩
= ৮১.৫ নিউটন
যেহেতু চাঁদ অপেক্ষা পূর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ এর মান বেশি, তাই পৃথিবীর তুলনায় চাঁদে আমার ওজন কম হবে।