আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়।
পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চ্যপটা।
অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দুরত্ব বেশি অন্য দিকে মেরু অঞ্চলের দূরত্ব কম।পৃথিবীর কেন্দ্র হতে যত দুরে যাওয়া যায় তত অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে ।
যেহেতু বিষুবীয় অঞ্চলের কেন্দ্র থেকে দুরুত্ব বেশি তািই অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কোনো বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয়।
পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে আকর্ষণ বল বিভিন্ন হয়ে থাকে।
ফলে ওজনেরও ভিন্নতা দেখা দেয়। ভূপৃষ্ঠের সকল স্থানের দুরুত্ব সমান নয়।
যেহেতু g এর মান কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে৷ তাই পৃথিবীরি বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান কম অর্থাৎ g= 9.78 m/s²। আবার মেরু অঞ্চলে g এর মান বেশি হয় অর্থাৎ g= 9.83 m/s² হয়।
তবে সামগ্রিক ভাবে আদর্শ মান ধরা হয় g= 9.8 m/s²।
আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়।
পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চ্যপটা।
অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দুরত্ব বেশি অন্য দিকে মেরু অঞ্চলের দূরত্ব কম।পৃথিবীর কেন্দ্র হতে যত দুরে যাওয়া যায় তত অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে ।
যেহেতু বিষুবীয় অঞ্চলের কেন্দ্র থেকে দুরুত্ব বেশি তািই অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কোনো বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয়।
পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে আকর্ষণ বল বিভিন্ন হয়ে থাকে।
ফলে ওজনেরও ভিন্নতা দেখা দেয়। ভূপৃষ্ঠের সকল স্থানের দুরুত্ব সমান নয়।
যেহেতু g এর মান কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে৷ তাই পৃথিবীরি বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান কম অর্থাৎ g= 9.78 m/s²। আবার মেরু অঞ্চলে g এর মান বেশি হয় অর্থাৎ g= 9.83 m/s² হয়।
তবে সামগ্রিক ভাবে আদর্শ মান ধরা হয় g= 9.8 m/s²।