মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ
মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ
Share
প্রিয় নাফিসা,
আজিমপুর,ঢাকা ৩ ডিসেম্বর ২০২০
আন্তরিক শুভেচ্ছা নিও।আশা করি ভালাে আছে।আমি খুব একটা ভালাে নেই। কয়েকদিন আগে আমার খেলার সাথী সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সাজেদা আমার প্রতিদিনের খেলার সাথী ছিল। সে আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন ।আমরা একসাথে প্রতিদিন খেলতাম। একে অপরের সাথে খুব মজা করতাম ।কিন্তু ও হঠাৎ করে করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে শুনে আমার মন ভীষণ খারাপ। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিনা সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত । আমাকে খুব একা একা লাগতেছে । তার এরকম খবর শুনে আমি নিজেও এখন হোম কোয়ারেন্টাইনে আছি । বাসাই সবসময় মাস্ক ও হান্ড সযানিটাইার ব্যবহার করছি। হাঁচি-কাশিতে রুমাল বা টিস্যু ব্যবহার করছি। তবে সাজেদা আক্রান্ত হওয়ার কারণে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। আমি নিজে সচেতন আছি এবং তাকে কিছু পরামর্শ দিয়েছি । সে যেন ভেঙে না পড়ে তার জন্য ওকে শক্ত হওয়ার জন্য বলেছি । তুমিও সতর্ক থাকবে ।
আজ আর নয়।বড়দের আমার শ্রদ্ধা জানাবে।
ইতি
তােমার বন্ধু
মোহন