সপ্তম(৭ম) শ্রেণীর পঞ্চম(৫ম) বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর এর সমাধান নিয়ে নিন
প্রশ্ন ১:
লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস
ক) তাপ সঞ্চালন কাকে বলে
খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন
গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর
ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন
(ক) এর উত্তরঃ
তাপ সঞ্চালন হলো তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়
(খ) এর উত্তরঃ
আমরা জানি কোন বস্তুর চাপ তার আয়তনের উপর নির্ভরশীল ।
যে বস্তুর আয়তন বেশি তার চাপ কম আর যে বস্তুর আয়তন কম তার চাপ বেশি ।
বাতাসের তাপমাত্রা বাড়লে বাতাসের আয়তন বাড়ে । এরফলে বাতাসের চাপ কমে যায় ।
তাপমাত্রা বাড়লে যেহেতু বাতাসের বেড়ে যায় তাই চাপ কমে যায়
(গ) এর উত্তরঃ
দেওয়া আছে
দণ্ডের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ।
আমরা জানি
C /5=F-32/9
50/5=F-32/9
90=F-32
F= 90+32=122 f
(ঘ) এর উত্তরঃ
উদ্দীপকের লাবিৰ একটি লৌহ দন্ত নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ করল। কিছুক্ষন পর সে দেখল দস্তাটার অপর প্রাপ্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
তাপ সঞ্চালন পদ্ধতি তিনটি । তাপ পরিবহন, পরিচলন , বিকিরণ ।
তারমধ্যে উদ্দীপকের বস্তুটিতে তাপ পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে ।
কঠিন বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াকে তাপ পরিবহন বলে ।
উদ্দীপকের লাবিব এর বস্তুটিকে লাবিব মোমবাতি দিয়ে এক প্রান্তে তাপ দিয়েছিল এবং অপর প্রান্তে এটা আস্তে আস্তে সঞ্চারিত হয়েছিল । তাই বলা যায় এটি তাপ সঞ্চালন এর তাপ পরিবহন প্রক্রিয়া
সংক্ষিপ্ত প্রশ্ন ১ এর উত্তরঃ
গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় । কারণ
কাচ একটি তাপ অপরিবাহী পদার্থ । যখন এটি গরম করা হয় তখন এর আয়তন তাপমাত্রা বৃদ্ধির কারণে বেড়ে যায় । কিন্তু যখন এর মধ্যে ঠান্ডা পানি ঢালা হয় তখন দেইখেন ঠান্ডা পানি ঢালা হয় তাপমাত্রা কমে যায় এবং কাচ সংকুচিত হয় । কিন্তু কাচ তাপ অপরিবাহী হোয়াই অপর পাশে তাপমাত্রা কমে না ।একপাশে আয়তন সংকুচিত হয় আর অপর পাশে আয়তন সংকুচিত না হোওয়ায় কাঁচের চিমনির ফেটে যায় ।
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ( সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর )
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?
৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?
৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?
৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
উপরের ১০টি প্রশ্নের উত্তরঃ এখানে ক্লিক করে দেখে নিন
দেখে নিন ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর ( শুদু সৃজনশীল )
সৃজনশীল প্রশ্ন:
অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।
(ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
(খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
(গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।
(ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
(গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা।
উত্তরঃ এখানে ক্লিক করে সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিন