সংক্ষিপ্ত প্রশ্ন: প্যাটার্ন ব্যাখ্যা করতে পারা এবং বিভিন্ন একক ব্যবহার করে তরল পদার্থের ওজন ও আয়তন নির্ণয় করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১) ৬, ১১, ১৬, ২১, …….. প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।
২) 5 9 এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁক।
৩) এক মিটার কাকে বলে?
৪) অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের | নাম লিখ।
৫) ১০ একর = কত বর্গমিটার?
৬) ১৬০ সেন্টিমিটার = কত ইঞ্চি?
৭) একটি ঘরের আয়তন ৭৬৮০০০ ঘন সে.মি. এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলােগ্রাম?
সংক্ষিপ্ত প্রশ্নের (১-৭) পর্যন্ত উত্তর নিচে দেওয়া হলো:
(১) সমাধান:
প্রদত্ত তালিকা ৬,১১,১৬,২১…………
প্রতিক্ষেত্রে পার্থক্য =৫,৫,৫
সুতরাং, উক্ত প্যাটার্নের জন্য বীজগাণিতীয় রাশি হলো=(৫ক+১)
(২) সমাধান:
পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে ১১
(চিত্র নিজে একে নাও)
(৩) সমাধান:
প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খন্ড ” প্লাটিনাম রড” এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত হয়েছে।
(৪) সমাধান:
অধিক ওজনের একক মেট্রিক পদ্ধতি হলো:
(৫) সমাধান:
১ একর=৪০৪৬.৮৬ বর্গ মিটার
সুতরাং ১০ একর= (৪০৪৬.৮৬×১০) বর্গ মিটার
=৪০৪৬৮.৬ বর্গ মিটার ( Answer)
(৬) সমাধান:
আমরা জানি,
২.৫৪ সে.মি =১ ইঞ্চি
১ সে.মি=(১/২.৫৪ ) ইঞ্চি
সুতরাং ১৬০ সে.মি=(১×১৬০)/২.৫৪
=৬২.৯৯ ইঞ্চি
= ৬৩ ইঞ্চি (প্রায়)
(৭) সমাধান:
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী
আমরা জানি,
১ ঘন সে.মি বায়ুর ওজন ০.০০১২৯ গ্রাম
সুতরাং
৭৬৮০০০ ঘন.সে.মি বায়ুর ওজন=(০.০০১২৯×৭৬৮০০০) গ্রাম
=৯৯.০৭২ গ্রাম
=০.০৯৯ কিলোগ্রাম (প্রায়)
আরো দেখুনঃ
–> সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য