৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ( বিজ্ঞান )
প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।
ক) মৌলিক পদার্থ কাকে বলে?
খ) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।
গ) উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলােকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর।
ঘ) উল্লেখিত পদার্থগুলাের মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর।
সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর
ক। যেসব পদার্থকে ভাংলে ঐ পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদের মৌলিক পদার্থ বলে ।
খ । অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য
গ ।উদ্দীপকে উল্লেখিত মৌলগুলো হল লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন ,নাইট্রোজেন ,পটাশিয়াম ,অক্সিজেন ,আয়োডিন ,লোহা ও ক্লোরিন ।
পদার্থগুলোর প্রতিক
পদার্থগুলোর সংকেত
মৌলিক পদার্থসমূহ
যৌগিক পদার্থ সমূহ
ঘ) প্রশ্নের উত্তরঃ
যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে। আর কোনো পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে, তাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানি একটি অজৈব যৌগ। পানিতে ধনাত্মক-ঋণাত্মক প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগ সমূহকে দ্রবীভূত করতে পারে। ফলে বেশিরভাগ অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ঘ ( চিনি কে কেন যৌগিক পদার্থ বলা হয় ) এর উত্তর
যে সকল পদার্থ কে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে । চিনি কার্বন অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে গঠিত । তাই চিনি কে যৌগিক পদার্থ বলে ।