দেখে নিন ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর ( শুদু সৃজনশীল )
সৃজনশীল প্রশ্ন:
অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।
(ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
(খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
(গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।
(ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
(গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা।
সৃজনশীলঃ ১
প্রশ্নঃ ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর?
উত্তরঃ
সজল
৩.৫ ঘন্টাই যাই ৫২.৫ কিলোমিটার
১ ঘন্টাই যাই ৫২.৫/৩.৫ কিলোমিটার
=১৫ কিলোমিটার
অতএব সজলের গতিবেগ ১৫ কিলোমিটার/ঘন্টা
প্রশ্নঃ খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর
উত্তরঃ
আমিন এর ক্ষেত্রে
৪ ঘন্টাই যাই ৫০ কিলোমিটার
১ ঘন্টাই যাই ৫০/৪ কিলোমিটার
=১২.৫ কিলোমিটার
অতএব সজলের গতিবেগ ১২.৫ কিলোমিটার/ঘন্টা
আমিন ও সজলের গতিবেগের অনুপাত ১২.৫: ১৫
প্রশ্নঃ গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর
উত্তরঃ
ব্যবসায় তারা লাভ করেছে ২২২০০০০ *১০%
=২২২০০০ টাকা
খ হতে পায়
তাদের গতিবেগের অনুপাত ১২.৫: ১৫ ।
তাদের অনুপাত এর যোগফল ১২.৫ +১৫ = ২৭.৫
আমিন পেয়েছে =২২২০০০ * ১২.৫/২৭.৫ টাকা
= ১০০৯০৯ টাকা
সজল পেয়েছে =২২২০০০ * ১৫/২৭.৫ টাকা
= ১২১০৯১ টাকা
সৃজনশীল ২ এর উত্তর
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ( সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর )
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?
৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?
৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?
৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
উত্তরঃ এখানে ক্লিক করে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নিন