৭ম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ২
১. একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তােলার ক্ষেত্রে তােমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করাে
২. তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর
(১) একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তােলার ক্ষেত্রে তােমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করাে?
উত্তরঃ একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমার যা করণীয়
সুনাগরিক হতে হলে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে । রাষ্ট্র বিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিকের তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে । গুন তিনটি হলো বুদ্ধি, আত্মসংযম , বিবেক -বিচার ।
বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে কেন অর্জন করা অতএব সুনাগরিক হতে হলে অবশ্যই আমাকে শিক্ষিত হতে হবে ।
একজন সুনাগরিক কে অবশ্যই আত্মসংযমী হতে হবে ।তাই নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই নিজেকে আত্মসংযমী হোওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।
একজন সুনাগরিক হতে হলে অবশ্যই আমার বিবেক বিচার করার ক্ষমতা থাকতে হবে ।একজন নাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না ,যে কোন কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ । এর জন্য বিবেক বিচারের প্রয়োজন ।
একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই উপরের গুণাবলী আমাকে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে ।
(২) তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর?
উত্তরঃ আমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনের আচরণবিধি মেনে চলা হয় তা নিচে উল্লেখ করা হলো :
১. মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ ও মিছিল করা হয় না
২. দেওয়ালে বা অন্য কথায় কোন কিছু লেখা বা পোস্টার লাগানো হয় না
৩. কোন রাস্তায় বা সড়কের জনসভা করা হয় না কিন্তু নির্দিষ্ট একটি ফাঁকা জায়গায় জনসভা করা হয়
৪. রশিতে পোস্টার লাগানো হয়
৫. প্রচারের জন্য কোন গেট তৈরি করা হয়না
৬. মোটরসাইকেল বা কোন যানবাহনে মিছিল করা হয় না
৭. নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোন উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা হয়না