প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও
(ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
(খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
(গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।
প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।
(ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
(খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্নঃ-
১. (- p + 6) এর বর্গ কত?
২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?
৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?
৬. 49×2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
৮. নিচের কোনগুলাে সঠিক?
(i) (2x + 3y) (2x – 3y) = 4×2– 9y2
(ii)
(iii) (a + b)2+ 4ab = (a – b)2
৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?
প্রশ্নঃ (ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর
উত্তরঃ
প্রশ্নঃ (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম
উত্তরঃ
প্রশ্নঃ (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে
উত্তরঃ
প্রশ্নঃ (ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও
উত্তরঃ
প্রশ্নঃ (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর
উত্তরঃ উপাত্তগুলোকে সারণীবদ্ধ করে পাই,
χ অক্ষ বরাবর সারিবদ্ধ উপাত্তের উচ্চতা এবং Y অক্ষ বরাবর গনসংখ্যা ২ ঘর সমান ১ একক ধরে আয়তলেখ অঙ্কন করি
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্নঃ (- p + 6) এর বর্গ কত?
উত্তরঃ
প্রশ্নঃ (২) p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
উত্তরঃ
প্রশ্নঃ (৩) 3a²bc, 5ab²d এবং a³cd² এর ল.সা.গু 15a³b²cd²
উত্তরঃ
সংক্ষিপ্ত প্রশ্ন ৪
প্রশ্নঃ x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
সংক্ষিপ্ত প্রশ্ন এর ৫নং প্রশ্নের উত্তরঃ
সংক্ষিপ্ত প্রশ্ন এর ৬ , ৭ ও ৮ এর উত্তর নিচের ছবিতে দেওয়া হয়েছেঃ
সংক্ষিপ্ত প্রশ্ন এর ৯নং প্রশ্নের উত্তরঃ
সংক্ষিপ্ত প্রশ্ন এর ১০নং প্রশ্নের উত্তরঃ
সংক্ষিপ্ত প্রশ্ন এর ১১নং প্রশ্নের উত্তরঃ
সংক্ষিপ্ত প্রশ্ন এর ১২ , ১৩ , ১৪ , ১৫ এবং ১৬ নং প্রশ্নের এর উত্তর নিচের ছবিতে দেওয়া হয়েছেঃ
৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর উত্তর দেখতে
→ এখানে ক্লিক করুন