ছকঃ
ক) আইসোটোপ কাকে বলে?
খ) পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
গ) উদ্দীপকের ছকে উল্লেখিত z মৌলের 1 পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো?
ঘ) উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যোগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ কর
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
প্রশ্নঃ আইসোটোপ কাকে বলে?
উত্তরঃ যেসকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে ।
প্রশ্নঃ পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?
উত্তরঃ পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায় । সুতরাং, প্রতিটি উপাদানটির নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না কারণ এটি একটি পরমাণুর বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য।
প্রশ্নঃ উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যোগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ কর?
উত্তরঃ
উদ্দীপকের ছকে উল্লেখিত X এর পারমাণবিক সংখ্যা ১৭ তাই X হলো ক্লোরিন (Cl) এবং Y এর পারমাণবিক সংখ্যা হলো ১১ তাই Y হলো সোডিয়াম (Na)।
X ও Y অর্থাৎ ক্লোরিন ও সোডিয়ামের মধ্যে যৌগ গঠন করা হলো: 2Na+Cl2=2NaCl
যে যৌগটি উৎপন্ন হয়েছে তা হলো সোডিয়াম ক্লোরাইড ।NaCl হলো এক ধরনের খাবার লবণ।
প্রশ্নঃ উদ্দীপকের ছকে উল্লেখিত z মৌলের 1 পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো ?
উত্তরঃ
উদ্দীপকের ছকে উল্লেখিত Z মৌলটির ভর সংখ্যা দেওয়া আছে ১৪ । ১৪ ভরসংখ্যা হলো নাইট্রোজেনের (N)।
নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হলো ৭ ।
আমরা জানি, ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+ নিউট্রন সংখ্যা
বা, নিউট্রন সংখ্যা= ভরসংখ্যা- প্রোটন সংখ্যা
বা, নিউট্রন সংখ্যা=(১৪-৭)
বা, নিউট্রন সংখ্যা= ৭ (Answer)